ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

আওয়ামী লীগের সম্মেলন

উত্তরে বজলুর-কচি, দক্ষিণে মান্নাফী-হুমায়ুন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৩০ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৪৯, ৩০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এতে উত্তরে শেখ বজলুর রহমানকে সভাপতি ও এস এ মান্নান কচিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে দক্ষিণের কমিটিতে আবু আহমেদ মান্নাফিকে সভাপতি ও হুমায়ূন কবীরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।  

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।  

এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ বজলুর রহমান এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর এস এ মান্নান কচি ছিলেন মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

অন্যদিকে, আবু আহম্মদ মান্নাফী ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর সম্পাদকের দায়িত্ব পাওয়া হুমায়ুন কবীর বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ছিলেন।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি